হোম > সারা দেশ > ঢাকা

আন্দোলনরত শ্রমিকদের সচিবালয় অভিমুখে যাত্রা, পুলিশের লাঠিচার্জ–টিয়ারশেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সচিবালয়ের দিকে যেতে চাইলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। ছবি: আজকের পত্রিকা

শ্রম মন্ত্রণালয়ে ঘেরাও করতে যাওয়া রাজধানীর পল্টন মোড়ে পোশাক শ্রমিকদের ওপর লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে গাজীপুরের টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেডের আন্দোলনরত শ্রমিকেরা শ্রম ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫ জন পুলিশ সদস্য ও ৩০ জন আন্দোলনকারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল রোববার থেকে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে গাজীপুরের টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেডসহ অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড, রোর ফ্যাশন, স্টাইল ক্রাফট গার্মেন্টস ও ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিক কর্মচারীরা। বকেয়া বেতন–বোনাসের দাবিতে প্রায় ২ হাজার শ্রমিক আন্দোলন করছে। আজ তৃতীয় দিনের মতো তাঁদের দাবি আদায়ে সকাল ১০টা থেকে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। আন্দোলনরত শতাধিক শ্রমিক আজ সকাল সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান। শ্রমিকেরা শ্রম ভবন থেকে শ্রম মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে আসে এবং জাতীয় প্রেসক্লাব ও সচিবালয়ের মাঝের লিংক রোডের পুলিশের ব্যারিকেডে বাধার সম্মুখীন হয়। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইট–পাটকেল নিক্ষেপ করলে পুলিশও তাঁদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ায়শেল নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পল্টন মোড়, কদম ফোয়ারা, হাইকোর্ট মোড় এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।

সচিবালয়ের দিকে যেতে চাইলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। ছবি: আজকের পত্রিকা

পোশাক শ্রমিক মো. তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তিন মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস, ছুটির টাকার জন্য আন্দোলন করছি। কিন্তু আমাদের দাবি নিয়ে কেউ কিছু বলছে না। তাই বিষয়টির সুরাহা যেন কেউ করে আমরা সচিবালয়ে যেতে চেয়েছি। কিন্তু আমরা পল্টন মোড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ লাঠিচার্জ শুরু করে। পরে সবাই ছত্রভঙ্গ হয়ে যাই।

সচিবালয়ের দিকে যেতে চাইলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। ছবি: আজকের পত্রিকা

রমজান আলী নামের আরেকজন বলেন, আমরা তিন দিন ধরে আন্দোলন করছি। তারা এসি রুমে বসে আছে আর আমরা রাস্তায় বসে আমাদের ন্যায্য টাকার দাবিতে আন্দোলন করছি। কেউ কোনো সমাধানের কথা বলছে না। বাধ্য হয়ে আমরা সচিবালয়ের দিকে গেছি। কিন্তু পুলিশ আমাদের মারপিট করেছে। আমাদের কয়েকজন আহত হয়েছে।

সচিবালয়ের দিকে যেতে চাইলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ বলেন, শ্রমিকদের হামলায় আমাদের পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা রাজারবাগ পুলিশলাইন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ফজলে রাব্বি নামের এক সদস্য গুরুতর আহত।

এ বিষয়ে গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, আমাদের মোট ৩০-৩৫ জন আহত হয়েছে। একজনকে আটক করা হলেও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে।

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির