হোম > সারা দেশ > ঢাকা

বোন হত্যার বিচার চেয়ে ভাইয়ের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যৌতুকের চাহিদা পূরণ করতে না পারায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন—এমন অভিযোগে বোন হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন আব্দুস সাত্তার নামের এক ব্যক্তি। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে আকরাম খাঁ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নিহত গৃহবধূর ভাই আব্দুস সাত্তার গণমাধ্যমকে বলেন, `তিন বছর আগে শেখ আল আকিব নামের এক যুবকের সঙ্গে আমার ছোট বোন ফাহিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে আমার বোনকে নানাভাবে নির্যাতন করতে থাকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। একপর্যায়ে গত বছরের ২৬ ডিসেম্বরে আমার বোনকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চায়। বোনজামাই আকিবসহ নির্যাতন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল আল আমিন (আকিবের ভাই), মামুন (আকিবের ভাই), ফরিদা ইয়াসমিন ওরফে বেবি আক্তার (আকিবের মা) এবং সাথী আক্তার (আকিবের ভাবি)।'

আব্দুস সাত্তার আরও অভিযোগ করেন, `আমার বোনের মৃত্যুর খবর পেয়ে তাঁর শ্বাশুরবাড়িতে গিয়ে মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি। এরপর ওয়ারী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে গড়িমসি করে। আমি হত্যা মামলা করতে চাইলে তাঁরা সেটা না নিয়ে আত্মহত্যায় প্ররোচনার মামলা দেয়। এরপর আমার পক্ষের একাধিক আইনজীবীও আসামিপক্ষের সঙ্গে যোগসাজশ করে তাদের জামিন পেতে সহায়তা করে। মামলা দায়েরের পরে পুলিশের মাধ্যমে অর্থের বিনিময়ে আপসের প্রস্তাবও দিয়েছে আসামিপক্ষ। এ ঘটনায় আইনি উপায়ে বিভিন্নভাবে হয়রানির শিকার হওয়ায় আমি উদ্বিগ্ন।'

হত্যাকাণ্ডের শিকার ফাহিমা আক্তারের ভাই ও তাঁর পরিবারের অন্য সদস্যরা সংবাদ সম্মেলনে দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির