হোম > সারা দেশ > ঢাকা

শিশুরা জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সঙ্গে উপহার পাবে গাছের চারা: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিশুরা জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সঙ্গে একটি করে গাছের চারা উপহার পাবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, শিশুর যত্নের পাশাপাশি গাছের পরিচর্যা করলে গাছও বড় হয়ে উঠবে। এতে গাছের অক্সিজেন শিশু গ্রহণ করতে পারবে। আমাদের বাপ দাদারা গাছ লাগিয়েছিলেন বলেই আমরা নিশ্বাস নিতে পারছি। আমাদেরও দায়িত্ব হবে শিশুদের জীবন সুন্দর করার। 

বুধবার (৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আয়োজিত সভায় ডিএনসিসির মেয়র এ ঘোষণা দেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। 

তথ্য না জানার কারণে অনেকে দালালের খপ্পরে পড়ছেন জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, দালালদের মাধ্যমে অনেকে জন্ম ও মৃত্যু সনদ নিচ্ছে। তবে শিশুর জন্মের প্রথম ৪৫ দিনে জন্ম নিবন্ধন নিতে কোন টাকা লাগবে না। এটা প্রচার করতে হবে। তাহলে সাধারণ মানুষকে আর দালালের খপ্পরে পড়তে হবে না। দালাল চক্র থেকে নিস্তার পেতে প্রচারের বিকল্প নেই। 

ডিএনসিসির মেয়র আরও বলেন, জনপ্রতিনিধিদের জন্ম ও মৃত্যুর নিবন্ধন দেওয়ার নিয়ম ছিল না। আমরা আবেদন জানিয়েছি যাতে আমাদের ৫৪ জন কাউন্সিলর মাঠ পর্যায়ে জন্ম ও মৃত্যু সনদ দিতে পারে। 

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি