হোম > সারা দেশ > ঢাকা

শিশুরা জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সঙ্গে উপহার পাবে গাছের চারা: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিশুরা জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সঙ্গে একটি করে গাছের চারা উপহার পাবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, শিশুর যত্নের পাশাপাশি গাছের পরিচর্যা করলে গাছও বড় হয়ে উঠবে। এতে গাছের অক্সিজেন শিশু গ্রহণ করতে পারবে। আমাদের বাপ দাদারা গাছ লাগিয়েছিলেন বলেই আমরা নিশ্বাস নিতে পারছি। আমাদেরও দায়িত্ব হবে শিশুদের জীবন সুন্দর করার। 

বুধবার (৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আয়োজিত সভায় ডিএনসিসির মেয়র এ ঘোষণা দেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। 

তথ্য না জানার কারণে অনেকে দালালের খপ্পরে পড়ছেন জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, দালালদের মাধ্যমে অনেকে জন্ম ও মৃত্যু সনদ নিচ্ছে। তবে শিশুর জন্মের প্রথম ৪৫ দিনে জন্ম নিবন্ধন নিতে কোন টাকা লাগবে না। এটা প্রচার করতে হবে। তাহলে সাধারণ মানুষকে আর দালালের খপ্পরে পড়তে হবে না। দালাল চক্র থেকে নিস্তার পেতে প্রচারের বিকল্প নেই। 

ডিএনসিসির মেয়র আরও বলেন, জনপ্রতিনিধিদের জন্ম ও মৃত্যুর নিবন্ধন দেওয়ার নিয়ম ছিল না। আমরা আবেদন জানিয়েছি যাতে আমাদের ৫৪ জন কাউন্সিলর মাঠ পর্যায়ে জন্ম ও মৃত্যু সনদ দিতে পারে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন