হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি নেতা কায়সার কামালসহ ১০ আইনজীবীর জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সহকর্মী এক আইনজীবীকে মারধরের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক কায়সার কামালসহ ১০ আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আসসামছ জগলুল হোসেন তাঁদের জামিন মঞ্জুর করেন।

১০ আইনজীবী আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে শুনানি শেষে আদালত জামিন দেন। তাঁদের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেন।

গত ৭ ফেব্রুয়ারি তাঁদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর হাইকোর্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন ১০ আইনজীবীকে। সেই জামিনের মেয়াদ শেষে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তাঁরা। আদালত তাঁদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে মূল নথিসহ শুনানির জন্য আগামী ২১ এপ্রিল দিন ধার্য করেন।

জামিন পাওয়া অন্য আইনজীবীরা হলেন শাহের খান পাঠান, এরশাদ ওরফে রাশেদ, উজ্জ্বল, আব্দুল্লাহ আল মাহবুব, উচ্ছল, গাজী তৌহিদুল ইসলাম, শহীদুল ইসলাম সপু, মাকসুদ উল্লাহ ও শহীদুজ্জামান।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন মহসীন মিঞা, ওমর ফারুক ফারুকী, সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ।

গত ৫ ফেব্রুয়ারি শাহবাগ থানায় এ মামলা করেন অ্যাডভোকেট কাজী মুহাম্মদ জয়নাল আবেদীন। তিনি সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থক নীল প্যানেল থেকে ২০১৮-১৯ মেয়াদে সহসম্পাদক নির্বাচিত হয়েছিলেন এবং বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য।

মামলায় তিনি অভিযোগ করেন, গত ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সারা দেশে আদালত বর্জনের ডাক দেন বিএনপিপন্থী আইনজীবীরা। এর মধ্যে ৩ জানুয়ারি একটি মামলার খবর নিতে সুপ্রিম কোর্টে যান। তিনি জানতে পারেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি এর কারণ জানতে ও প্রতিবাদ করলে ফোরামের মহাসচিব কায়সার কামালের নির্দেশে তাঁকে মারধর করা হয়। তিনি চোখে গুরুতর আঘাত পান এবং তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর