হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে সংঘর্ষের ঘটনায় ১৭০০ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২৪ 

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের মুক্তারপুরে গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পৃথক দুটি মামলায় জ্ঞাত-অজ্ঞাত প্রায় ১৭০০ জনের নামে মামলা করা হয়েছে।

পুলিশের ওপর হামলা, অস্ত্র লুটের চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণের অভিযোগ এনে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে সদর থানার উপপরিদর্শক মোহাম্মদ মাঈনউদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনকে প্রধান আসামি করে ৩১৩ জনের নাম উল্লেখ এবং ১২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এদিকে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে পঞ্চসার ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য আব্দুল মালেক বাদী হয়ে ৫২ জনের নাম করে উল্লেখ এবং অজ্ঞাত ১৫০-২০০ জনের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় অপর একটি মামলা দায়ের করেন।

মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব আজকের পত্রিকাকে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল বুধবার পুলিশের ওপর হামলা, অস্ত্র লুটের চেষ্টা ও গাড়ি পুড়িয়ে ভাঙচুরের ঘটনাসহ নানা অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সেখানে যারা সংঘর্ষ করেছিল তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। মামলায় এই পর্যন্ত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হবে। তাদের বিরুদ্ধে আদালতে রিমান্ড চাওয়া হবে। বাকিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

এদিকে বিএনপি নেতাদের দাবি, সংঘর্ষের ঘটনার পর থেকে পুলিশ নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে। এতে করে নিজ বাড়ি ও এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন নেতা-কর্মীরা।

মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপি আহ্বায়ক মো. মহিউদ্দিন বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা তাঁদের বাড়িতে থাকতে পারছে না। পুলিশ বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।’

গতকালের ঘটনায় জন্য পুলিশের উসকানিই দায়ী ছিল বলে অভিযোগ করে মহিউদ্দিন বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের মিছিল থেকে পুলিশ ব্যানার ছিনিয়ে নিয়ে উসকানি দেয়। মিডিয়ায় প্রকাশিত ভিডিও ফুটেজে প্রমাণ রয়েছে। গতকালের ঘটনায় শতাধিক নেতা-কর্মী আহত হয়েছে।’

উল্লেখ্য, গতকাল বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জের মুক্তারপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় পুলিশ, সাংবাদিক, বিএনপি নেতা-কর্মীসহ অন্তত ৮০ জন আহত হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে