হোম > সারা দেশ > ঢাকা

বনানীতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা, ট্রাকচালক নিহত 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বনানীতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে রডবোঝাই ট্রাকের ধাক্কায় ট্রাকচালক মারা গেছেন। নিহত চালকের নাম শাহজাহান মিয়া (৩৫)। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় বনানী থানা-পুলিশ ওই ট্রাকচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সকাল ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাহজাহানের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়। তিনি গাজীপুরের টঙ্গী এলাকায় থাকতেন।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) এজাজুল হক বলেন, বনানী নৌ সদর দপ্তরের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ট্রাকচালক গুরুতর আহত হন। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, রাতে টঙ্গীর কারখানা থেকে রড বোঝাই করে হাজারীবাগে যাচ্ছিল ট্রাকটি। পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই দুটি গাড়ি জব্দ করা হয়েছে। তবে কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক