হোম > সারা দেশ > ঢাকা

বনানীতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা, ট্রাকচালক নিহত 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বনানীতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে রডবোঝাই ট্রাকের ধাক্কায় ট্রাকচালক মারা গেছেন। নিহত চালকের নাম শাহজাহান মিয়া (৩৫)। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় বনানী থানা-পুলিশ ওই ট্রাকচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সকাল ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাহজাহানের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়। তিনি গাজীপুরের টঙ্গী এলাকায় থাকতেন।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) এজাজুল হক বলেন, বনানী নৌ সদর দপ্তরের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ট্রাকচালক গুরুতর আহত হন। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, রাতে টঙ্গীর কারখানা থেকে রড বোঝাই করে হাজারীবাগে যাচ্ছিল ট্রাকটি। পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই দুটি গাড়ি জব্দ করা হয়েছে। তবে কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট