হোম > সারা দেশ > ঢাকা

বনানীতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা, ট্রাকচালক নিহত 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বনানীতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে রডবোঝাই ট্রাকের ধাক্কায় ট্রাকচালক মারা গেছেন। নিহত চালকের নাম শাহজাহান মিয়া (৩৫)। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় বনানী থানা-পুলিশ ওই ট্রাকচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সকাল ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাহজাহানের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়। তিনি গাজীপুরের টঙ্গী এলাকায় থাকতেন।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) এজাজুল হক বলেন, বনানী নৌ সদর দপ্তরের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ট্রাকচালক গুরুতর আহত হন। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, রাতে টঙ্গীর কারখানা থেকে রড বোঝাই করে হাজারীবাগে যাচ্ছিল ট্রাকটি। পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই দুটি গাড়ি জব্দ করা হয়েছে। তবে কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও বাবা-মার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি