হোম > সারা দেশ > রাজবাড়ী

বালিয়াকান্দিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে, শিক্ষার্থী নিহত

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক। 

গতকাল রোববার রাত ৮টার দিকে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের ইলিশকোল রেজাউল চেয়ারম্যানের ইটের ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাহাত মোল্লা (২০) বালিয়াকান্দির সাত্তার মোল্লার ছেলে। তিনি ফরিদপুর সরকারি টেকনিক্যাল কলেজ থেকে চলতি বছরে ডিপ্লোমা শেষ করেছিল। দুর্ঘটনায় আহত তরুণের নাম জিসান মোল্লা। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ভর্তি রয়েছেন। 

নিহতের পরিবার জানায়, রাহাত বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে উপজেলার বহরপুর আবাসনে ঘুরতে যায়। সেখান থেকে ফেরার পথে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। মোটরসাইকেলটি নিহত রাহাতের হলেও চালক ছিলেন জিসান মোল্লা। রাহাত মোল্লা পেছনে বসে ছিল। স্থানীয়রা রাহাত মোল্লাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে চালক জিসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব হোসেন বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর খবর জেনেছি। তবে আমাদের কার্যক্রম এখনো পুরোপুরি চালু না হওয়ায় ঘটনাস্থলে যাইনি।’

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’