হোম > সারা দেশ > ঢাকা

জিনের আছরের অজুহাতে গৃহবধূ নির্যাতন, থানায় মামলা

প্রতিনিধি, শরীয়তপুর

জিন আছর করেছে এমন অজুহাতে এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় শরীয়তপুরের সদর উপজেলার পালং মডেল থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে নির্যাতনকারী দুলালকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে যৌতুক এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। নির্যাতনের শিকার গৃহবধূর বাবা তোতা মিয়া এই মামলার বাদী। 

মামলার অপর আসামিরা হলেন- মফিজ গাজী, হেলেনা বেগম ও দীপা আকতার। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

এদিকে হাসপাতালে দুদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে গতকাল শনিবার দুপুরে বাড়ি ফিরেছেন ভুক্তভোগী গৃহবধূ তামান্না আকতার।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন,তামান্না নামের এক গৃহবধূকে তার স্বামী মারধর করছেন এমন অভিযোগ পাওয়ার পর ওই নারীকে ফোন করি। তাঁর বাবার বাড়ির লোকজনকে বলেছি লিখিত অভিযোগ দিতে। এরই মধ্যে মামলা দায়ের করা হয়েছ। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি। 

উল্লেখ্য,  যৌতুক এবং স্বামীর পরকীয়ায় প্রতিবাদ করায় বৃহস্পতিবার রাতে তামান্নাকে নির্যাতনের অভিযোগ ওঠে তার স্বামী দুলাল গাজী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ওই রাতেই তামান্নাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে পরিবার। তামান্নার ওপর জিনের আছর রয়েছে দাবি করে স্বামী দুলাল ও তাঁর পরিবার।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট