হোম > সারা দেশ > ঢাকা

জিনের আছরের অজুহাতে গৃহবধূ নির্যাতন, থানায় মামলা

প্রতিনিধি, শরীয়তপুর

জিন আছর করেছে এমন অজুহাতে এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় শরীয়তপুরের সদর উপজেলার পালং মডেল থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে নির্যাতনকারী দুলালকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে যৌতুক এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। নির্যাতনের শিকার গৃহবধূর বাবা তোতা মিয়া এই মামলার বাদী। 

মামলার অপর আসামিরা হলেন- মফিজ গাজী, হেলেনা বেগম ও দীপা আকতার। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

এদিকে হাসপাতালে দুদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে গতকাল শনিবার দুপুরে বাড়ি ফিরেছেন ভুক্তভোগী গৃহবধূ তামান্না আকতার।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন,তামান্না নামের এক গৃহবধূকে তার স্বামী মারধর করছেন এমন অভিযোগ পাওয়ার পর ওই নারীকে ফোন করি। তাঁর বাবার বাড়ির লোকজনকে বলেছি লিখিত অভিযোগ দিতে। এরই মধ্যে মামলা দায়ের করা হয়েছ। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি। 

উল্লেখ্য,  যৌতুক এবং স্বামীর পরকীয়ায় প্রতিবাদ করায় বৃহস্পতিবার রাতে তামান্নাকে নির্যাতনের অভিযোগ ওঠে তার স্বামী দুলাল গাজী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ওই রাতেই তামান্নাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে পরিবার। তামান্নার ওপর জিনের আছর রয়েছে দাবি করে স্বামী দুলাল ও তাঁর পরিবার।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন