সাভারের আশুলিয়ার পোশাক কারখানার ঝুট ও ভাঙারির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ বুধবার বেলা ২টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার হারুন মন্ডলের মালিকানাধীন গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সাদ্দাম, মিন্টু, হেলাল, এরশাদ, সিদ্দিক মোল্লাহ ছয়জন এই গুদাম ভাড়া নিয়ে ঝুটের ব্যবসা করে আসছিলেন।
ফায়ার সার্ভিস জানায়, ওই এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাদের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে চারটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আশুলিয়ার ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, ‘আগুনে টিনশেড গোডাউনে থাকা ঝুটের মালামাল প্রায় সব পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পরবর্তীকালে তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ ঘটনায় কোনো হতাহত ঘটেনি।’
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে র্যাব, থানা-পুলিশ ও শিল্প পুলিশের একাধিক ইউনিট।