পণ্য না দিয়ে ৭৮ লাখ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ই-কমার্স প্ল্যাটফর্ম ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
এই মামলায় জারি করা রুল নিষ্পত্তি করে আজ বুধবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি মো. আলী রেজার বেঞ্চ এই জামিন দেন।
মেহজাবিনের পক্ষে থাকা সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক আজকের পত্রিকাকে বলেন, গুলশান থানায় ফজলে রাব্বী নামে এক গ্রাহকের করা মামলায় হাইকোর্ট জামিন দিয়েছেন। তবে তার বিরুদ্ধে ২০টির বেশি মামলা রয়েছে। তাই এখনই তার মুক্তি মিলছে না।
আর ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী বলেন, তার পাসপোর্ট জমা রাখার শর্তে রুল নিষ্পত্তি করে জামিন দিয়েছেন আদালত।