ঢাকার কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় এক সিএনজি চালক নিহত হয়েছেন। নিহত সিএনজি চালকের নাম মো. শরিফ (২৮)। গতকাল বুধবার রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া আটিবাজার সড়কের রঞ্জিতপুর বাইতুল আকসা জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি বেপরোয়া ছিল। বেপরোয়া গতিতে ট্রাকটি একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত রাস্তায় গিয়ে সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া বলেন, ‘ঘাতক ট্রাক এবং চালক আমাদের হেফাজতে রয়েছে। সিএনজি চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’