হোম > সারা দেশ > ঢাকা

সাবেক রেলমন্ত্রীসহ ১০ জনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজি মামলা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাবেক রেলমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য জিল্লুল হাকিমসহ ১০ জনের বিরুদ্ধে অপহরণ–চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। আজ রোববার উপজেলার আমলি আদালতে মামলাটি দায়ের করেন তুহিনুর রহমান নামে এক ব্যক্তি। মামলায় অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়েছে। 

বাদীর আইনজীবী আব্দুর রাজ্জাক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের বিচারক মৌসুমী সাহা মামলাটি গ্রহণ করে বালিয়াকান্দি থানার ওসিকে এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।’ 

মামলার অন্য আসামিরা হলেন–জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিম, চাচাতো ভাই সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তৎকালীন বালিয়াকান্দি থানার ওসি আবু শামা ইকবাল হায়াৎ, স্থানীয় আওয়ামী লীগ নেতা নায়েব আলী, নাছির উদ্দিন, নজরুল ইসলাম, জহুরুল ইসলাম ও মো. কালাম। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১২ জানুয়ারি জিল্লুল হাকিমের নির্দেশে অন্য আসামিরা বাদীকে বালিয়াকান্দি কলেজ মাঠ থেকে পিস্তল ঠেকিয়ে একটি মাইক্রোবাসে তুলে ৪ নম্বর আসামি নায়েব আলীর বাড়িতে নিয়ে আটকে রাখে। পরে ২ নম্বর আসামি তৎকালীন থানার ওসি আবু শামা ইকবাল হায়াৎ তাকে উল্টো করে ঝুলিয়ে বেদম প্রহার করেন। এরপর তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসামিরা। 

তিনি টাকা দিতে অস্বীকার করলে তার ওপর নির্যাতন চালানো হয়। এইভাবে সারা রাত তার ওপর নির্যাতন চালানো হয়। তার বাবা খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে তাকে অজ্ঞান ও মুমূর্ষু অবস্থায় দেখতে পান। পরে অতিকষ্টে পাঁচ লাখ টাকা সংগ্রহ করে ২ ও ৪ নম্বর আসামির হাতে দেন। তবুও তিনি রেহাই পাননি। 

এরপর তাকে বালিয়াকান্দি থানায় নিয়ে একটি পেন্ডিং মামলায় আদালতে চালান দেওয়া হয়। নির্যাতনে তিনি প্রচণ্ড অসুস্থ হওয়ায় কারা হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ না হওয়ায় আদালত থেকে জামিন নিয়ে ভারতের চেন্নাই ও ভেলোরে চিকিৎসা করান। এখনো তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট