হোম > সারা দেশ > ঢাকা

প্রবাসী জামাতাকে আনতে গিয়ে দুর্ঘটনায় শ্বশুরসহ নিহত ৩

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বিমানবন্দর থেকে প্রবাসী জামাইকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শ্বশুরসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার ভোর ৪টার দিকে ঢাকা-নবাবগঞ্জ-দোহার আঞ্চলিক সড়কের নবাবগঞ্জ উপজেলা সদর প্যারাগণ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নিহতরা হলেন, আবুল কাসেম (৬৫), তাঁর নাতনি ফারহানা (৮) এবং গাড়ি চালক মনির খান বিল্লাল (৫৪)। আহতরা হলেন, নিহত কাসের জামাতা প্রবাসী লাভলু (৩০), মেয়ে রেখা (২০) ও আরেক নাতনি ফাহিমা (৫)। এরা সবাই ঢাকার দোহার উপজেলার রাইপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রাইভেটকারে নিয়ে কুয়েত প্রবাসী মেয়ের জামাতা লাভলুকে বাড়িতে আনতে যান শ্বশুর আবুল কাসেম। এ সময় তাঁর ছোট মেয়ে রেখাসহ বড় মেয়ের ঘরের দুই নাতনি ফারহানা ও ফাহিমাকে সঙ্গে নিয়ে যান। বিমানবন্দর থেকে দোহারের রাইপাড়ার বাড়ি ফেরার পথে ঢাকা-নবাবগঞ্জ-দোহার আঞ্চলিক সড়কের নবাবগঞ্জ উপজেলা সদর প্যারাগন হাসপাতালের সামনে আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।

এরপর স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক আবুল কাসেম ও ফারহানাকে মৃত ঘোষণা করেন। আহত লাভলু, রেখা ও চালক বিল্লালকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়া পর চিকিৎসক গাড়ি চালক বিল্লালকে মৃত ঘোষণা করেন। আহত ফাহিমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

নবাবগঞ্জ থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু