হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে ছুরিকাঘাতে হাবিনুর নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের পশ্চিম নাওডুবি এলাকায় এ ঘটনা ঘটে।  হাবিনুর মাচাইন গ্রামের টুলুর ছেলে। 

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) শাহ নুর এ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে মাচাইন মাজারের ওরসে হাবিনুরের সঙ্গে বাস্তা ও নাওডুবি গ্রামের কয়েকজনের বাগ্‌বিতণ্ডা হয়। সেই শত্রুতার জেরে আজ নাওডুবি এলাকায় হাবিনুরকে বাস্তা ও নাওডুবি গ্রামের কয়েকজন মারধর ও ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

বাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু মিয়া বলেন, ‘পূর্বশত্রুতার জেরে বাস্তা ও নাওডুবি এলাকায় হাবিনুর নামে একজনকে মেরে ফেলা হয়েছে।’ 

স্থানীয়দের বরাতে হরিরামপুর থানার ওসি শাহ নুর এ আলম বলেন, ‘আমি ঘটনাস্থলে রয়েছি। মাচাইন মাজারে ওরসের সময় হাবিনুরের সঙ্গে বাস্তা ও নাওডুবি এলাকার কয়েকজনের সঙ্গে ঝগড়া হয়েছিল। সেই শত্রুতার জেরে আজ হাবিনুরের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। হামলা ও মারধরে গুরুতর আহত হাবিনুরকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২