হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে ছুরিকাঘাতে হাবিনুর নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের পশ্চিম নাওডুবি এলাকায় এ ঘটনা ঘটে।  হাবিনুর মাচাইন গ্রামের টুলুর ছেলে। 

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) শাহ নুর এ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে মাচাইন মাজারের ওরসে হাবিনুরের সঙ্গে বাস্তা ও নাওডুবি গ্রামের কয়েকজনের বাগ্‌বিতণ্ডা হয়। সেই শত্রুতার জেরে আজ নাওডুবি এলাকায় হাবিনুরকে বাস্তা ও নাওডুবি গ্রামের কয়েকজন মারধর ও ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

বাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু মিয়া বলেন, ‘পূর্বশত্রুতার জেরে বাস্তা ও নাওডুবি এলাকায় হাবিনুর নামে একজনকে মেরে ফেলা হয়েছে।’ 

স্থানীয়দের বরাতে হরিরামপুর থানার ওসি শাহ নুর এ আলম বলেন, ‘আমি ঘটনাস্থলে রয়েছি। মাচাইন মাজারে ওরসের সময় হাবিনুরের সঙ্গে বাস্তা ও নাওডুবি এলাকার কয়েকজনের সঙ্গে ঝগড়া হয়েছিল। সেই শত্রুতার জেরে আজ হাবিনুরের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। হামলা ও মারধরে গুরুতর আহত হাবিনুরকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১