হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে ছুরিকাঘাতে হাবিনুর নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের পশ্চিম নাওডুবি এলাকায় এ ঘটনা ঘটে।  হাবিনুর মাচাইন গ্রামের টুলুর ছেলে। 

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) শাহ নুর এ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে মাচাইন মাজারের ওরসে হাবিনুরের সঙ্গে বাস্তা ও নাওডুবি গ্রামের কয়েকজনের বাগ্‌বিতণ্ডা হয়। সেই শত্রুতার জেরে আজ নাওডুবি এলাকায় হাবিনুরকে বাস্তা ও নাওডুবি গ্রামের কয়েকজন মারধর ও ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

বাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু মিয়া বলেন, ‘পূর্বশত্রুতার জেরে বাস্তা ও নাওডুবি এলাকায় হাবিনুর নামে একজনকে মেরে ফেলা হয়েছে।’ 

স্থানীয়দের বরাতে হরিরামপুর থানার ওসি শাহ নুর এ আলম বলেন, ‘আমি ঘটনাস্থলে রয়েছি। মাচাইন মাজারে ওরসের সময় হাবিনুরের সঙ্গে বাস্তা ও নাওডুবি এলাকার কয়েকজনের সঙ্গে ঝগড়া হয়েছিল। সেই শত্রুতার জেরে আজ হাবিনুরের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। হামলা ও মারধরে গুরুতর আহত হাবিনুরকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা