হোম > সারা দেশ > ঢাকা

তুরাগে আ.লীগের ইউনিট সম্মেলনে হাতাহাতি, কমিটি ঘোষণা স্থগিত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগে আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের ইউনিট কমিটি ঘোষণা স্থগিত করা হয়েছে। তুরাগে কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে আজ বুধবার সন্ধ্যায় এ হাতাহাতির ঘটনা ঘটে। 
 
অনুষ্ঠানে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা-কর্মীরা আজকের পত্রিকাকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ ও থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মেম্বারের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব ছিল। ইউনিট কমিটি ঘোষণাকালে এক পক্ষের গ্রুপের লোকজন অন্য পক্ষের লোকজনকে হাইব্রিড নেতা কর্মী উল্লেখ করে বলেন- 'কমিটিতে কোনো হাইব্রিড নেতা-কর্মী রাখা যাবে না।' অপরপক্ষ কথাটি শুনতে পারার সঙ্গে সঙ্গেই তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এতে উভয় গ্রুপের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাঁদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

এদিকে খবর পেয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম মান্নান কচি ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সাংসদ আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান। অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন ঢাকা মহানগর উত্তরের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান।

এ ছাড়াও  বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আ.লীগের কার্যকরী সদস্য মো. মহিবুল হাসান, তুরাগ থানা আ.লীগের সাধারণ সম্পাদক মো. এমডি হালিম, ডিএনসিসি'র ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তুরাগ থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন এবং ডিএনসিসির ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন যুবরাজ।

হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন হরিরামপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল ইসলাম ইকবাল।

ঘটনাস্থলে উপস্থিত ডিএনসিসি'র ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তুরাগ থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। 

তিনি বলেন, ঘটনাটি নিজেদের মধ্যেই ঘটেছে। এ বিষয়ে বিশ্লেষণের কোনো দরকার নাই।পরবর্তীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম মান্নান কচি এসে বিষয়টি মীমাংসা করে দেন।

এক প্রশ্নের জবাবে কাউন্সিলর নাসির বলেন, আজকের মতো  ইউনিট কমিটি ঘোষণা স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর কমিটি ঘোষণা করা হবে।

এ বিষয়ে জানতে সাংসদ হাবিব হাসান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম মান্নান কচি, কাউন্সিলর যুবরাজ ও আব্দুর রাজ্জাক মেম্বারের সঙ্গে মুঠোফোনে বহুবার যোগাযোগের চেষ্টা করেও কোনো  মন্তব্য পাওয়া যায়নি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন