হোম > সারা দেশ > ঢাকা

কোটা আন্দোলন ঘিরে হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচার চায় মহিলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা আন্দোলনকে কেন্দ্র করে সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতিতে এ দাবি জানানো হয়। 

সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের বহু মূল্যবান প্রাণহানির ঘটনা ঘটেছে। পরবর্তীতে এই আন্দোলন ক্রমেই সহিংস রূপ পরিগ্রহ করেছে এবং একই সঙ্গে বহু সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিকসহ অনেকে নিহত হয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদ অনাকাঙ্ক্ষিত এই সকল মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকাহত। বাংলাদেশ মহিলা পরিষদ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচার দাবি করে। 

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা প্রত্যক্ষ করেছি যে, মেট্রোরেল, সেতু ভবন, ডাটা সেন্টার, এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, বিআরটিএ ভবনসহ বহু রাষ্ট্রীয় সম্পদের প্রভূত ক্ষতিসাধন করা হয়েছে। নরসিংদীতে কারাগার ভেঙে কয়েদিদের পালানোর ব্যবস্থা করা হয়েছে যার মধ্যে অনেক জঙ্গিগোষ্ঠীর সদস্য ছিল। এ সকল ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীরভাবে মর্মাহত এবং উদ্বিগ্ন। আমরা রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের যথাযথভাবে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। একই সঙ্গে আমরা লক্ষ করলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রক্রিয়ার মধ্য দিয়ে নারী কোটা বিলুপ্ত হয়ে গেছে, যা জাতীয় অগ্রযাত্রা ক্ষতিগ্রস্ত করবে।’ 

বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদ সকল অপতৎপরতা রোধ করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে অগ্রসর করে নেওয়ার জন্য রাজনৈতিক দল, প্রশাসনসহ নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ