হোম > সারা দেশ > ঢাকা

দুস্থদের মাঝে বিজিবি মহাপরিচালকের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গরিব ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। আট শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। 

আজ রোববার বিকেলে রাজধানীর হাজারীবাগে শহীদ শেখ রাসেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বাহিনীটির সদর ব্যাটালিয়নের উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদর বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় প্রধানমন্ত্রী গণভবনে ইফতার পার্টি বাতিল করেছেন। একই সঙ্গে গরিব ও দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর নীতির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিজিবি পিলখানায় ইফতার পার্টি বাতিল করে পুরো রমজান মাস সারা দেশে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে।

সারা দেশে রমজান মাসজুড়ে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, গত ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে দেশের ১০টি শহরে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করে বিজিবি। বিজিবি সারা দেশে পাঁচটি রিজিয়ন, ১৬টি সেক্টর এবং ৫৯টি ব্যাটালিয়নের মাধ্যমে পুরো রমজান মাস দেশের সীমান্ত এলাকাসহ প্রত্যন্ত অঞ্চলে ইফতারসহ খাদ্যসামগ্রী বিতরণ করছে। 

বিজিবির উদ্যোগে এ পর্যন্ত ১০ হাজারের অধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও বাহিনীর পক্ষ থেকে গরিব ও অসহায় মানুষের সঙ্গে ইফতারের এই আনন্দ ভাগাভাগির আয়োজন পুরো রমজান মাসে অব্যাহত থাকবে।

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে