হোম > সারা দেশ > ঢাকা

গুলশান-বনানীর গাড়ির চাপে যানজট গড়িয়েছে হাতিরঝিলেও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রমজানের কারণে নতুন সময়সূচিতে অফিস শুরুর প্রথম দিনেই ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অফিসের নতুন সময় সকাল ৯টা থেকে ৪টা। তাই রাজধানীর যানজটের চিত্রেও বদল এসেছে।

আজ সোমবার অভিজাত ও করপোরেট এলাকাখ্যাত বনানী ও গুলশানে সকাল সাড়ে ৮টা থেকেই বাড়তে থাকে গাড়ির চাপ। হাতিরঝিল হয়ে এই রুটে সুবিধা নেওয়া যায় বিধায় গাড়ির পরিমাণ বাড়তে থাকে সময়ের সাথে। তবে দুপুর ১২টা পর্যন্ত এই প্রতিবেদনের সময়ও গুলশান, হাতিরঝিলের মহানগর ও রামপুরা অংশ, বনানী, মহাখালীতে গাড়ির চাপ বেশি। থেমে থেমে চলছে গাড়ি।

পাঠাও চালক বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, গুলশানে সকাল থেকেই যানজট বেশি। অন্য রাস্তায় গাড়ির চাপ সময় বাড়ার সাথে কমলেও এই এলাকায় কমেনি। 

বেলাল বলেন, গুলশানের যানজট সেই বনানী থেকে হাতিরঝিল ছাড়িয়ে গেছে। 

অন্যদিকে বিজয় সরণি থেকে ফার্মগেট ও কারওয়ান বাজার পর্যন্ত গাড়ির চাপ অন্য দিনের তুলনায় বেশি। তেজগাঁও থেকে মহাখালী পর্যন্ত গাড়ির চাপ বেশি তবে উড়াল সেতু হয়ে চন্দ্রিমা উদ্যানের রাস্তায় যানজট কম। এই অংশে থেমে থেমে চলছে গাড়ি। 

এয়ারপোর্টগামী বলাকা বাসের যাত্রী সামিউল বলেন, মগবাজারে যানজট পাইনি। তবে সায়েদাবাদ থেকে আসার সময় থেমে থেমে গাড়ি চলছে। এখন মহাখালীর যানজটে আটকে আছি। 

এই অঞ্চলের নিয়মিত দায়িত্ব পালন করা ট্রাফিক সার্জেন্ট কানাই বিশ্বাস বলেন, রমজানে অফিসের প্রথম দিন হওয়ায় আজ গাড়ির চাপ সকাল থেকেই বেশি। অফিসের নতুন সময়ের কারণে একটা নির্দিষ্ট সময়ে গাড়ির চাপ বেশি হয়েছে। 

অন্যদিকে মগবাজার, বাংলামোটর এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত তীব্র যানজট থাকলেও তা সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে। 

মগবাজার এলাকার ট্রাফিক সার্জেন্ট শেখ ইমরান আজকের পত্রিকাকে বলেন, নতুন সময়ে অফিস শুরু হওয়ায় সকালে এক ঘণ্টা গাড়ির চাপ বেশি ছিল। এখন অনেক কম। তবে দুপুরের পর আবার বাড়বে। তখন অফিস ছুটি হবে। 

সকাল থেকেই কারওয়ান বাজার থেকে মহাখালী রাস্তায় যানজটে আটকে ছিল যানবাহন। শাহবাগের দিকে গাড়ির চাপ অনেক কম ছিল। 

কারওয়ান বাজার এলাকায় ট্রাফিক সার্জেন্ট জুয়েল মৃধা বলেন, সকালে গাড়ির চাপ বেশি ছিল। বেলা বাড়ার সাথে সাথে কমে এসেছে। আবার দুপুরের পর বাড়বে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন