হোম > সারা দেশ > ঢাকা

পুলিশকে ইয়াবাসহ আটকের পর মাদকদ্রব্যের পরিদর্শককে প্রত্যাহার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশ সদস্যকে ইয়াবাসহ আটকের তিন দিন পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নাটোর জেলার পরিদর্শক এসএম এলতাস উদ্দিনকে প্রধান কার্যালয়ে সংযুক্তি করা হয়েছে। আজ সোমবার এক অফিস আদেশে তাকে নাটোর থেকে ঢাকায় সংযুক্ত করা হয়েছে।

গত শুক্রবার নাটোরে ইয়াবা বড়ি বহনের অভিযোগে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহনুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। তার আগে ১৬২টি ইয়াবা বড়ি বহনের অভিযোগে বৃহস্পতিবার রাতে রাজশাহীর চারঘাট থানার ওই পুলিশ কর্মকর্তাকে আটক করে নাটোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

প্রত্যাহার হওয়া পরিদর্শক এসএম এলতাস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, পুলিশ সদস্যকে মাদকসহ ধরার কারণে আমাকে সরানো হয়েছে। হয়তো কর্তৃপক্ষ ভালোর জন্যই করেছেন। এর বাইরে আমি কিছু বলতে চাচ্ছি না।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নাটোর শহরের রথবাড়ি এলাকায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যালয়ের উপপরিদর্শক তাইজুল ইসলাম তাঁকে আটক করে দেহ তল্লাশি করেন। এ সময় তাঁর কাছ থেকে ১৬২টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ সময় উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন এলতাস উদ্দিন। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি চারঘাট থানার এএসআই। তাঁর বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার পর তাঁকে থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সদস্য গ্রেপ্তারের তিন দিন পরই কেন পরিদর্শকে সরানো হলো জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (পরিচালক প্রশাসন, অর্থ ও পরিকল্পনা) কাজী আবেদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই পরিদর্শকের আমরা কোনো দোষ ধরিনি। অনেকে ঢাকা আসতে চেয়েও আসতে পারে না। আমরা তাকে বদলি করে ঢাকা নিয়ে এসেছি।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু