হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ঢাবির বাস ভাঙচুর ও শিক্ষার্থী আহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহাসড়ক অবরোধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুর করে শিক্ষার্থীরা। ফাইল ছবি

‎রাজধানীর উত্তরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্ষণিকা বাসে ভাঙচুর ও শিক্ষার্থী আহতের ঘটনায় মামলা হয়েছে। এরমধ্যে এ ঘটনায় জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহীন মিয়া।

‎শাহীন মিয়া বলেন, গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্ষণিকা বাসে হামলার ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এরইমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ‎তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

গতকাল উত্তরায় এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় বিআরটিসির ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামের এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। দুপুর সোয়া ১টার দিকে টঙ্গী-গাজীপুর রুটে চলাচল করা ‘ক্ষণিকা’ বাস ওই এলাকায় গেলে বাসের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বাসের ড্রাইভারসহ কয়েকজন শিক্ষার্থী আঘাতপ্রাপ্ত হন। তাঁরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নেন। পরে রাত সাড়ে ৮টায় উত্তরা পশ্চিম থানায় যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এ সময় আসামিদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেয় পুলিশ। ‎

ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে