হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ঢাবির বাস ভাঙচুর ও শিক্ষার্থী আহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহাসড়ক অবরোধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুর করে শিক্ষার্থীরা। ফাইল ছবি

‎রাজধানীর উত্তরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্ষণিকা বাসে ভাঙচুর ও শিক্ষার্থী আহতের ঘটনায় মামলা হয়েছে। এরমধ্যে এ ঘটনায় জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহীন মিয়া।

‎শাহীন মিয়া বলেন, গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্ষণিকা বাসে হামলার ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এরইমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ‎তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

গতকাল উত্তরায় এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় বিআরটিসির ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামের এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। দুপুর সোয়া ১টার দিকে টঙ্গী-গাজীপুর রুটে চলাচল করা ‘ক্ষণিকা’ বাস ওই এলাকায় গেলে বাসের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বাসের ড্রাইভারসহ কয়েকজন শিক্ষার্থী আঘাতপ্রাপ্ত হন। তাঁরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নেন। পরে রাত সাড়ে ৮টায় উত্তরা পশ্চিম থানায় যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এ সময় আসামিদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেয় পুলিশ। ‎

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব