হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে ২ যুবক কারাগারে

শ্যামপুর (কদমতলী) প্রতিনিধি

রাজধানীর ডেমরায় এক তরুণীকে (১৯) উত্ত্যক্তের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৪ মে) দুপুরে তাঁদের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. রোমান সিকদার (২০) ও শুভ হাওলাদার (২০)। গতকাল শনিবার দিবাগত রাতে সারুলিয়া বাজার এলাকা থেকে ডেমরা থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামীর দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কয়েকজন যুবক ওই তরুণীকে অশালীন অঙ্গভঙ্গি করে উত্ত্যক্ত করেন। ভুক্তভোগী বিষয়টি স্বামীকে জানালেও তখন অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়নি।

গত ৩০ এপ্রিল সকালে ফেসবুকে উত্ত্যক্তের ওই ভিডিও দেখতে পান তাঁরা। ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্ত করে ভুক্তভোগীর স্বামী ডেমরা থানায় মামলা করেন। মামলার ভিত্তিতে পুলিশ গতকাল রাতে তাঁদের গ্রেপ্তার করে।

ওসি মাহমুদুর রহমান আরও বলেন, ডেমরায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন