হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে ২ যুবক কারাগারে

শ্যামপুর (কদমতলী) প্রতিনিধি

রাজধানীর ডেমরায় এক তরুণীকে (১৯) উত্ত্যক্তের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৪ মে) দুপুরে তাঁদের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. রোমান সিকদার (২০) ও শুভ হাওলাদার (২০)। গতকাল শনিবার দিবাগত রাতে সারুলিয়া বাজার এলাকা থেকে ডেমরা থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামীর দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কয়েকজন যুবক ওই তরুণীকে অশালীন অঙ্গভঙ্গি করে উত্ত্যক্ত করেন। ভুক্তভোগী বিষয়টি স্বামীকে জানালেও তখন অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়নি।

গত ৩০ এপ্রিল সকালে ফেসবুকে উত্ত্যক্তের ওই ভিডিও দেখতে পান তাঁরা। ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্ত করে ভুক্তভোগীর স্বামী ডেমরা থানায় মামলা করেন। মামলার ভিত্তিতে পুলিশ গতকাল রাতে তাঁদের গ্রেপ্তার করে।

ওসি মাহমুদুর রহমান আরও বলেন, ডেমরায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে