হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসী হামলায় দুই বিএনপি নেতা আহত

ঢামেক প্রতিবেদক

রাজধানী মোহাম্মদপুর থানা এলাকায় সন্ত্রাসীদের গুলি ও চাপাতির আঘাতে বিএনপি দুই নেতা গুরুতর আহত হয়েছেন। আহতেরা হলেন মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড সভাপতি মান্নান হোসেন শাহিন (৪০), একই ওয়ার্ডের লাউতারা ইউনিটের বিএনপির সভাপতি মো. রিয়াজ (৩৫)। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর চাঁদ উদ্যান হাউজিং সমিতি অফিসের ভেতরে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাঁদের দুজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। 

আহত রিয়াজ জানান, তিনি পেশায় সিএনজিচালক এবং ৩৩ নম্বর ওয়ার্ড লাউতারা ইউনিটের বিএনপি সভাপতি। মান্নান ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। সন্ধ্যায় তাঁরা কয়েকজন চাঁদ উদ্যান হাউজিং সমিতি অফিসে বসে ছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে ১৫-২০ জন সন্ত্রাসী তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁদের আহত করে। এতে একটি গুলি তাঁর মাথার উপরিভাগে লেগে চলে যায়। আর মান্নানকে শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। 

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক আজকের পত্রিকাকে জানান, রাতে মোহাম্মদপুর থেকে বিএনপির দুই নেতা আহত হয়ে হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে রিয়াজের মাথায় আঘাত রয়েছে। আর মান্নানের হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে। ঘটনাটি মোহাম্মদপুর থানায় জানানো হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন