হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসী হামলায় দুই বিএনপি নেতা আহত

ঢামেক প্রতিবেদক

রাজধানী মোহাম্মদপুর থানা এলাকায় সন্ত্রাসীদের গুলি ও চাপাতির আঘাতে বিএনপি দুই নেতা গুরুতর আহত হয়েছেন। আহতেরা হলেন মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড সভাপতি মান্নান হোসেন শাহিন (৪০), একই ওয়ার্ডের লাউতারা ইউনিটের বিএনপির সভাপতি মো. রিয়াজ (৩৫)। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর চাঁদ উদ্যান হাউজিং সমিতি অফিসের ভেতরে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাঁদের দুজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। 

আহত রিয়াজ জানান, তিনি পেশায় সিএনজিচালক এবং ৩৩ নম্বর ওয়ার্ড লাউতারা ইউনিটের বিএনপি সভাপতি। মান্নান ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। সন্ধ্যায় তাঁরা কয়েকজন চাঁদ উদ্যান হাউজিং সমিতি অফিসে বসে ছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে ১৫-২০ জন সন্ত্রাসী তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁদের আহত করে। এতে একটি গুলি তাঁর মাথার উপরিভাগে লেগে চলে যায়। আর মান্নানকে শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। 

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক আজকের পত্রিকাকে জানান, রাতে মোহাম্মদপুর থেকে বিএনপির দুই নেতা আহত হয়ে হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে রিয়াজের মাথায় আঘাত রয়েছে। আর মান্নানের হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে। ঘটনাটি মোহাম্মদপুর থানায় জানানো হয়েছে।

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা