হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসী হামলায় দুই বিএনপি নেতা আহত

ঢামেক প্রতিবেদক

রাজধানী মোহাম্মদপুর থানা এলাকায় সন্ত্রাসীদের গুলি ও চাপাতির আঘাতে বিএনপি দুই নেতা গুরুতর আহত হয়েছেন। আহতেরা হলেন মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড সভাপতি মান্নান হোসেন শাহিন (৪০), একই ওয়ার্ডের লাউতারা ইউনিটের বিএনপির সভাপতি মো. রিয়াজ (৩৫)। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর চাঁদ উদ্যান হাউজিং সমিতি অফিসের ভেতরে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাঁদের দুজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। 

আহত রিয়াজ জানান, তিনি পেশায় সিএনজিচালক এবং ৩৩ নম্বর ওয়ার্ড লাউতারা ইউনিটের বিএনপি সভাপতি। মান্নান ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। সন্ধ্যায় তাঁরা কয়েকজন চাঁদ উদ্যান হাউজিং সমিতি অফিসে বসে ছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে ১৫-২০ জন সন্ত্রাসী তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁদের আহত করে। এতে একটি গুলি তাঁর মাথার উপরিভাগে লেগে চলে যায়। আর মান্নানকে শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। 

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক আজকের পত্রিকাকে জানান, রাতে মোহাম্মদপুর থেকে বিএনপির দুই নেতা আহত হয়ে হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে রিয়াজের মাথায় আঘাত রয়েছে। আর মান্নানের হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে। ঘটনাটি মোহাম্মদপুর থানায় জানানো হয়েছে।

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক