হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইল পৌর এলাকায় একাধিক বিস্ফোরণ, আজ আ.লীগের দুই পক্ষের সমাবেশ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে টাঙ্গাইল পৌরসভার সামনে, পৌর উদ্যান, ছয়আনী পুকুরপাড়, আদালতপাড়া, পুরাতন বাসস্ট্যান্ড, থানাপাড়া এলাকায় এসব বিস্ফোরণ হয়। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ককটেলসদৃশ দুটি বিস্ফোরক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ ঘটনায় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এবং পুলিশের মোটরসাইকেলের মোবাইল টিম শহরের বিভিন্ন পয়েন্টে টহল দেয়। এ ছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে। 

এদিকে টাঙ্গাইল শহরে আওয়ামী লীগের দুই গ্রুপের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার সকালে পৃথক সমাবেশের ডাক দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের একাংশ সচেতন নাগরিক সমাজের ব্যানারে ধর্ষণ মামলার আসামি ও শহর আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে অব্যাহতি পাওয়া গোলাম কিবরিয়া বড় মনিরকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে সমাবেশের ডাক দেয়। অন্যদিকে একই সময়ে আওয়ামী লীগের আরেক অংশ জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে সমাবেশের ঘোষণা দেয়। 

শহরের বাসিন্দারা জানান, রাতে শহরে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কের সৃষ্টি হয়েছে। মোটরসাইকেলে চেপে দুষ্কৃতকারীরা শহরের বিভিন্ন স্থানে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। আওয়ামী লীগের দুই গ্রুপের সমাবেশের কারণে হয়তো এমনটি হতে পারে। 

টাঙ্গাইল সদর থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, রাতে কে বা কারা এসব ঘটনা ঘটিয়েছে। পৌরসভার সামনে থেকে ককটেলসদৃশ দুটি বিস্ফোরক পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। শহরে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে