রাজধানীর মিরপুরে মেট্রোরেলের ২০৩ নম্বর পিলার সংলগ্ন নির্মাণাধীন স্টেশন থেকে একটি ইট পড়ে একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম সোহেল তালুকদার (৪৮)। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ তে এ দুর্ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পারভেজ ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা সাড়ে ১০টার দিকে মাথায় ইট পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতলে পাঠানো হয়েছে। এ ছাড়া আহতের কোন ঘটনা ঘটেনি।
ওসি বলেন, নিহতের বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলায়। তিনি পল্লবীর সেকশন ১১ এর ডি-ব্লকের ৯ নম্বর রোডে থাকতেন।