হোম > সারা দেশ > ঢাকা

নারী পোশাককর্মীকে ধর্ষণ: চাঁদপুর থেকে একজন গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নারী পোশাককর্মীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় চাঁদপুরের দক্ষিণ মতলব থেকে মো. রহিম (৩২) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল শনিবার রাতে উপজেলার বাহরী আড়ত বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রহিম জেলার সিরাজদিখান উপজেলার চর চসুমদ্দিন গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১০-এর মিডিয়া সেলের সহকারী পরিচালক শামীম হাসান সরদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১০-এর একটি আভিযানিক দল দক্ষিণ মতলবের বহরী আড়ত বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় দলবদ্ধ ধর্ষণ মামলার এজাহারনামীয় ওই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাঁকে সিরাজদিখান থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ, গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধারালো অস্ত্রের মুখে তুলে নিয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর গ্রামের ডিসি প্রজেক্টসংলগ্ন ধলেশ্বরী নদীর তীরে ওই পোশাককর্মীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় ২১ ফেব্রুয়ারি বিকেলে পাঁচজনের নাম উল্লেখ করে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। পরে ওই দিন রাতে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি