হোম > সারা দেশ > ঢাকা

৮০ ভাগ সমাধান হয়ে গেছে, টিকার তথ্য গায়েব প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সার্ভার জটিলতায় টিকা গ্রহীতার তথ্য উধাওয়ের খবর সত্য নয় বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) একজন তথ্য কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেছেন, ‘তথ্য ঠিকই আছে কিন্তু সার্ভার সমস্যায় ডাউনলোড করা যাচ্ছে না। এরই মধ্যে ৮০ ভাগ সমাধান হয়ে গেছে।’

এর আগে গত ১৩ ও ২৮ অক্টোবর সারা দেশে টিকা নেওয়া কয়েক লাখ মানুষের তথ্য সার্ভারে পাওয়া যাচ্ছিল না। টিকাকেন্দ্রগুলো থেকে জানানো হয়, ওই দুদিনে যাঁরা প্রথম ডোজের টিকা নিয়েছেন, তাঁদের তথ্য সার্ভারে পাওয়া যাচ্ছে না। এ কারণে তাঁরা দ্বিতীয় ডোজের এসএমএস পাননি। তাঁরা কেন্দ্রে গিয়ে জানতে পারেন, তাঁদের তথ্য আপডেট করে দেওয়া হচ্ছে। এরপর এসএমএস গেলে তাঁরা টিকা নিতে পারছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ওই দুই দিনে সারা দেশে ৫ লাখ ১৪ হাজার ২২৩ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। তবে কত সংখ্যক মানুষের টিকার তথ্য সার্ভার জটিলতায় রয়েছে সেই তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) কাছে। 

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এমআইএসের একজন তথ্য কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘সবকিছু ঠিকই আছে। সার্ভারের সব তথ্য সুরক্ষিতই আছে। কিন্তু ডাউনলোড করা যাচ্ছে না। এরই মধ্যে ৮০ ভাগ সমাধান হয়ে গেছে। বাকি ২০ ভাগ আমাদের কাছে পাঠিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। আর এখন কেউ (সমস্যা নিয়ে) আসতেছেও না।’ 

গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসের পরিচালক ডা. মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকে তিনি বলেছিলেন, ‘সার্ভারের কোনো সমস্যা হয়নি। সবকিছু ঠিকই আছে।’ 

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন