হোম > সারা দেশ > ঢাকা

শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তনের আদেশ হাইকোর্ট স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জয়পুরহাট শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় নামকরণের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের এই নতুন নামকরণের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। 

আজ মঙ্গলবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেন। ওই কলেজের সাবেক প্রিন্সিপাল শামসুল হকের করা রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল ও গালিব আমিদ। 

ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের জানান, শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তনের আদেশের ওপর আদালত ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন এবং সংশ্লিষ্টদের ওপর রুল জারি করেছেন। 

আইনজীবীরা জানান, ১৯৮৫ সালে জয়পুরহাট শহীদ জিয়া কলেজ প্রতিষ্ঠিত হয়। পরে রাজশাহী বোর্ডের স্বীকৃতি পায় এবং এমপিওভুক্ত হয়। ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব স্বাক্ষরিত চিঠিতে শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় করার জন্য রাজশাহী বোর্ডকে নির্দেশ দেওয়া হয়। 

এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২১ সালের ২৬ অক্টোবর জয়পুরহাট শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় নামকরণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে শহীদ জিয়া কলেজের সাবেক প্রিন্সিপাল শামসুল হক হাইকোর্টে রিট করেন। ওই রিট আবেদনের শুনানি নিয়ে আজ আদেশ দিলেন উচ্চ আদালত।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা