হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে ব্যাংকের ভেতরে ডাকাত, আটককৃতদের থেকে উদ্ধার করা হলো যেসব অস্ত্র

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

উদ্ধার অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার ভেতরে থাকা তিন ডাকাত আত্মসমর্পণ করেছেন। তাঁরা হলেন শারাফাত ও দুই কিশোর। তবে তাঁদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে চারটি খেলনা পিস্তল ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে।

এর আগে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে ফেলেন।

তখন ব্যাংকের গেটের ভেতর থেকে দরজা লাগিয়ে রাখা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী তখন জানায়, ভবনের ভেতরে কী সংখ্যক ডাকাত রয়েছে এবং তাদের উদ্দেশ্য কী, তা নির্ণয়ের চেষ্টা চলছে। ঘটনাস্থলে বিশৃঙ্খলা রোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ আজকের পত্রিকাকে বলেন, ‘ডাকাত দলের সদস্যদের হাতে অস্ত্র আছে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তার কথা চিন্তা করে অভিযানে না গিয়ে প্রথমে তাঁদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে।’

বিকেলে ঢাকা রেঞ্জ ডিআইজি আওলাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রূপালী ব্যাংকে ঢুকে পড়া ডাকাতেরা দুটি শর্ত জুড়ে দিয়েছিল। একটি হলো—লুটকৃত ১৫ লাখ টাকা তারা নিতে চায়, অপরটি তাদের নিরাপদ স্থানে ছেড়ে দিতে হবে। তাদের দাবিগুলো মেনে নিয়ে নেগোসিয়েশনের চেষ্টা করা হচ্ছে।’

পরে ব্যাংকের ভেতরে থাকা তিন ডাকাত আত্মসমর্পণ করেন। এরপর সাড়ে ৫টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়িতে ডাকাতদের নিয়ে যাওয়া হয়।

অভিযান শেষে র‍্যাব-১০–এর অধিনায়ক গণমাধ্যমকে বলেন, তিনজন ডাকাত আত্মসমর্পণ করেছেন এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত রয়েছে।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ