হোম > সারা দেশ > শরীয়তপুর

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খোলা বায়েজিদের জামিন নামঞ্জুর

শরীয়তপুর প্রতিনিধি

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খোলা বায়েজিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জামিন শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আলম আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ জুন পদ্মা সেতুতে এসে জাজিরা প্রান্তের একটি রেলিংয়ের নাট খোলেন বায়েজিদ তালহা নামের এক যুবক। পরবর্তীতে ভিডিওটি টিকটক অ্যাকাউন্টে ছড়িয়ে দেন তিনি। নাট খোলার দৃশ্য অনলাইনে ছড়িয়ে পরলে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। পরে সিআইডি পুলিশ ঢাকার পল্টন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

সিআইডি পুলিশের পরিদর্শক শাহীনুল ইসলাম বাদী হয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় ওই দিনই বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। সহযোগিতা করায় মামলায় আরও আসামি করা হয় কায়সার আহম্মেদ (২৬) নামের এক যুবককে। তার বাড়ি সাভারের নালিয়াসুর মুশুরিখোলা গ্রামে। এ ঘটনার পর থেকে কয়সার পলাতক রয়েছেন। 

ঘটনা তদন্ত করার জন্য সিআইডি পুলিশ বায়েজিদ তালহাকে রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত গত ২৭ জুন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আজ বুধবার সকালে তার আইনজীবী শহীদুল ইসলাম সজিব জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করেন। 

আসামি পক্ষের আইনজীবী শহীদুল ইসলাম সজিব আজকের পত্রিকাকে বলেন, ‘জামিন চাওয়া প্রত্যেক আসামির অধিকার। এ আদালত সেটা মূল্যায়ন করেননি। আমরা ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাব।’ 

শরীয়তপুর জেলা আদালত পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, সেতুর রেলিংয়ের নাট খোলা যুবককে রিমান্ড শেষে আদালতে উপস্থাপন করা হয়। তার আইনজীবী জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ওই আসামি এখন শরীয়তপুর জেলা কারাগারে রয়েছেন। 

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার