হোম > সারা দেশ > ঢাকা

হরতালের সমর্থনে উত্তরায় রিজভীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ, আটক ৩

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীর উত্তরায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়েছে। অষ্টম দফা অবরোধ-হরতালের শেষ দিন আজ বৃহস্পতিবার সকালে উত্তরার খালপাড় এলাকায় বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ।

বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর, উত্তরা থানা ও ওয়ার্ড বিএনপির ৩০-৩৫ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল চলাকালে বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে রয়েছে ‘আজকের হরতাল, চলছে চলবে। জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো। স্বৈরাচারের গদিতে, আগুন জ্বালো একসাথে। ভোট চোরের গদিতে, আগুন জ্বালো একসাথে। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।’

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা খালপাড়ের আশপাশে বিক্ষোভ মিছিল করে বিএনপির লোকজন চলে যাওয়ার পথে আমরা তিনজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাজধানীর বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কা, মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন