হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মাকে বিয়ে করতে না পেরে সন্তানকে অপহরণ, আটক ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত এক কন্যাশিশুকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় দুজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১-এর এএসপি সনদ বড়ুয়া। 

এর আগে গত রোববার ভোরে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকা থেকে ওই শিশুকে অপহরণ করা হয়। র‍্যাবের দাবি, ভুক্তভোগী শিশুটির মাকে বিয়ে করতে ব্যর্থ হওয়ায় শিশুকে অপহরণ করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন—নাসিকের ৭ নম্বর ওয়ার্ডের মৃত কামাল হোসেনের ছেলে মাহবুব আলম পারভেজ (৪৬) ও কুমিল্লা জেলার সাইদ আহমেদের ছেলে শাকিল আহমেদ রুবেল (৪৩)। 

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারভেজের সঙ্গে আত্মীয়তার সুবাদে উভয়ের বাড়িতে যাতায়াত ছিল। সম্প্রতি শিশুটির মায়ের সঙ্গে তার বাবার সম্পর্কের অবনতি ঘটে। এই সুবাদে পারভেজ তার সঙ্গে সখ্য গড়ে তোলেন। একপর্যায়ে শিশুটির মাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হন পারভেজ। 

গত ৬ অক্টোবর ভোরে পারভেজ ফোন করে শিশুটিকে ঘরের দরজা খুলতে বলেন। পূর্বপরিচিত হওয়ায় ফোন পেয়ে ঘরের দরজা খুলে দেয় শিশুটি। পরে তাকে কৌশলে বাসা থেকে বের করে প্রথমে পারভেজ তার নিজ বাসায় ও পরে কুমিল্লায় নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার র‍্যাব-১১ কার্যালয়ে অভিযোগ দায়ের করে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে