হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে ইউপি সদস্য প্রার্থীর দোকান ভাঙচুর

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক ইউপি সদস্য প্রার্থীর দোকান লুটপাট ও ভাংচুরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মধ্যকামার গাও ঘোষবাড়ী সংলগ্ন মিন্টু স্টোরে এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, সকালে দোকান বন্ধ থাকা অবস্থায় ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মিলন খানের ছেলে মেহেদি খানের নেতৃত্বে ৮ / ৯ জন লোক ও মিস্ত্রী এসে মো. মিন্টুর দোকানটি ভেঙে দিয়ে চলে যায়। 

৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মিন্টু শেখ বলেন, সকালে দোকান বন্ধ রেখে উপজেলায় গেলে এই সুযোগে ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মিলন খানের ছেলে মেহেদী (৩৫) এর নেতৃত্বে শফি সর্দারের ছেলে শহিদ সর্দারসহ (৩২) ৭/৮ জন মিলে আমার দোকান ভেঙে সবার চোখের সামনেই আমার প্রায় দেড় লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

অভিযুক্ত মেহেদী বলেন, দোকানের সকল মালামাল একটি ফাঁকা জায়গায় রাখা আছে। আমার জায়গায় সে দোকান তুলে রাখছিল, কয়েকবার বলার পরও সে সেখান থেকে দোকান সরিয়ে নেয়নি। 

তবে দোকান ভেঙে লুটপাটের ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত মেহেদী মিটিংয়ে আছেন বলে ফোন রেখে দেন।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, এটি নির্বাচনী কোন সহিংসতা নয়। তাঁদের ব্যক্তিগত বিরোধে ঘটনাটি ঘটেছে। সেখানে অফিসার পাঠিয়েছি ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট