সারা দেশের আদালতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ঢাকার আদালত থেকে দুই আসামি ছিনিয়ে নেওয়ার পর এ নির্দেশনা দেওয়া হয় বলে জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘প্রধান বিচারপতির নির্দেশে মৌখিকভাবে নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।’ তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সুপ্রিম কোর্ট নিরাপত্তার বিষয়ে লিখিত কোনো নির্দেশনা জারি করেনি।
এদিকে সুপ্রিম কোর্ট প্রশাসন, আপিল বিভাগের দুজন বিচারপতি ও অ্যাটনি জেনারেল বৈঠকে বসেছেন বলে জানা গেছে। সুপ্রিম কোর্ট কনফারেন্স রুমের ওই বৈঠক শেষে নিরাপত্তার বিষয়ে লিখিত নির্দেশনা জারি হতে পারে।