হোম > সারা দেশ > টাঙ্গাইল

নতুন বউ দেখার বায়না বখাটেদের, বাধা দেওয়ায় বরের ভাইকে পিটিয়ে হত্যা

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

গত ২৫ আগস্ট বিয়ে করে ঘরে নতুন বউ আনেন টাঙ্গাইলের গোপালপুরের হাসান আলীর ছেলে সুজন। নতুন বউ দেখার বায়না ধরে এলাকার বখাটেরা। কিন্তু সুজনের বাড়ির লোকজন বউ দেখাতে রাজি না হলে এর জেরে পরদিন ২৬ আগস্ট বখাটেরা হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন বরের আপন ভাই মোবারক হোসেন ও চাচাতো ভাই একাব্বর হোসেন। 

আজ বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় বরের আপন ভাই মোবারক হোসেনের মৃত্যু হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, পৌরসভার মধুপুর ভট্র এলাকার হাসান আলীর ছেলে সুজন গত ২৫ আগস্ট বিয়ে করে ঘরে নতুন বউ আনেন। মেহেদি পরা সেই নতুন বউকে প্রথম দেখার বায়না ধরে ওই এলাকার মনির, সজীব ও নয়নসহ ৮-৯ জন বখাটে। কিন্তু সুজনের বাড়ির লোকজন বউ দেখাতে রাজি না হলে বখাটেরা পরদিন ২৬ আগস্ট হামলা চালায়। 

গ্রামের মাতব্বর আনসার আলী জানান, বখাটেরা বউ দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে হামলা করে। গত ২৬ আগস্ট বর সুজনের চাচাতো ভাই একাব্বর হোসেনকে বাড়ির পাশে একা পেয়ে মারপিট শুরু করে। এতে সুজনের বড় ভাই মোবারক হোসেন একাব্বরকে বাঁচাতে এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। এতে তাঁরা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মোবারকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়। 

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘থানায় মামলা দায়ের হয়েছে। আসামি মনিরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন