হোম > সারা দেশ > ঢাকা

পুনরায় অটোরিকশা চালুর দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ, ভোগান্তিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুনরায় অটোরিকশা চালুর দাবিতে আজ বুধবার দুপুরে প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুনরায় অটোরিকশা চালুর দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এতে চরম ভোগান্তিতে পড়েন প্রথম বর্ষে ভর্তি হতে আসা শিক্ষার্থীরা।

আজ বুধবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টায় প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ভবনের ভেতর অবরুদ্ধ করে রাখা হয় এবং বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এর ফলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ব্যাহত হয়। পরে বাধ্য হয়ে প্রশাসনিক ভবনের একটি কক্ষের জানালা দিয়ে ভর্তির কাগজপত্র নিয়ে কাজ চালানো হয়।

ভর্তি কার্যক্রমে বাধা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উত্তেজনা দেখা দেয়। জানা যায়, আজই ৫৪ ব্যাচের (২০২৪-২৫ শিক্ষাবর্ষের) ভর্তির শেষ দিন। ফলে অনেক শিক্ষার্থীর মধ্যেই ভর্তি হতে না পারার অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হতে আসা এক শিক্ষার্থী বলেন, ‘আজ বেলা সাড়ে ৩টার মধ্যে ভর্তি শেষ করতে হবে। কিন্তু আমরা প্রশাসনিক ভবনের ভেতরে ঢুকতেই পারছি না। এতে আমাদের ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে।’

গত বছরের ১৯ নভেম্বর নতুন কলা ভবনের সামনে অটোরিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আফসানা রাচি মারা যান। ওই ঘটনার পরে ক্যাম্পাসে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হয়। এরপর থেকে যাতায়াতে একমাত্র ভরসা হয়ে ওঠে প্যাডেলচালিত রিকশা।

বাধ্য হয়ে কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসনিক ভবনের একটি কক্ষের জানালা দিয়ে ভর্তির কাগজপত্র নিয়ে কাজ চালান। ছবি: আজকের পত্রিকা

তবে শিক্ষার্থীদের অভিযোগ, এই রিকশার সংখ্যা খুবই সীমিত এবং ভাড়া স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি। এতে তাঁরা নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন। এ ছাড়া ক্যাম্পাসজুড়ে চলাচলে সময় ও শ্রম দুই-ই অপচয় হচ্ছে।

শিক্ষার্থীদের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে ইলেকট্রিক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হলেও তা এখনো পর্যাপ্তভাবে কার্যকর হয়নি। ফলে শিক্ষার্থীরা পুনরায় অটোরিকশা চালুর দাবি তুলেছেন।

এ বিষয়ে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী শাশ্বত প্রামাণিক বাবাই বলেন, ‘জাহাঙ্গীরনগরের রাস্তা অনেকটা পার্বত্য এলাকার রাস্তার মতো। এখানে প্যাডেলচালিত রিকশা চালানো অত্যন্ত কষ্টকর। আমাদের হল থেকে মেইন গেট বা ডিপার্টমেন্টে যেতে হলে তিন থেকে চারবার রিকশা থেকে নেমে ঠেলতে হয়। প্রয়োজনের সময় রিকশা পাওয়া যায় না। এ ছাড়া প্যাডেলচালিত রিকশায় ভাড়া প্রায় দুই থেকে তিন গুণ বেশি, যেটা সবাই বহন করতে পারে না। এ জন্য আমাদের দাবি, ক্যাম্পাসে পুনরায় অটোরিকশা চালু করতে হবে।’

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি