হোম > সারা দেশ > মাদারীপুর

কালকিনিতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, আটক ১

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে ট্রলার চোর সন্দেহে গণপিটুনিতে মিলন চন্দ্র হালদার (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার কালচরি সস্তাল এলাকার এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ভোরে কালকিনির রাজারচরের আড়িয়াল খাঁ নদে নাহিদুল খাঁর বেঁধে রাখা ট্রলারের শিকল খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে অজ্ঞাতপরিচয় চার-পাঁচজন লোক। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে আরেক ট্রলার নিয়ে ধাওয়া দেয়। কিছু দূর গিয়ে অন্যরা পালিয়ে গেলেও মিলন চন্দ্র হালদারকে ধরে ফেলে তারা। পরে তাকে মারধর করা হয়। খবর পেয়ে সকাল ৯টার দিকে কালকিনি থানা-পুলিশ গিয়ে মিলনকে উদ্ধার করে। পরে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।

নিহত মিলন চন্দ্র হালদার পিরোজপুরের কাউখালীর হরিণদ্বারা এলাকার কুট্টি চন্দ্র হালদারের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কালকিনির আলীনগর ইউনিয়নের কোলচরি সস্তাল এলাকার ট্রলারমালিক নাহিদুল খাঁকে (৪২) আটক করেছে পুলিশ।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার বলেন, নিহত মিলনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার