হোম > সারা দেশ > মাদারীপুর

কালকিনিতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, আটক ১

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে ট্রলার চোর সন্দেহে গণপিটুনিতে মিলন চন্দ্র হালদার (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার কালচরি সস্তাল এলাকার এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ভোরে কালকিনির রাজারচরের আড়িয়াল খাঁ নদে নাহিদুল খাঁর বেঁধে রাখা ট্রলারের শিকল খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে অজ্ঞাতপরিচয় চার-পাঁচজন লোক। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে আরেক ট্রলার নিয়ে ধাওয়া দেয়। কিছু দূর গিয়ে অন্যরা পালিয়ে গেলেও মিলন চন্দ্র হালদারকে ধরে ফেলে তারা। পরে তাকে মারধর করা হয়। খবর পেয়ে সকাল ৯টার দিকে কালকিনি থানা-পুলিশ গিয়ে মিলনকে উদ্ধার করে। পরে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।

নিহত মিলন চন্দ্র হালদার পিরোজপুরের কাউখালীর হরিণদ্বারা এলাকার কুট্টি চন্দ্র হালদারের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কালকিনির আলীনগর ইউনিয়নের কোলচরি সস্তাল এলাকার ট্রলারমালিক নাহিদুল খাঁকে (৪২) আটক করেছে পুলিশ।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার বলেন, নিহত মিলনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল