হোম > সারা দেশ > ঢাকা

বিএনপির সাবেক দুই কাউন্সিলর কারাগারে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে রাজধানীর গেন্ডারিয়া থানায় দায়ের করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আদালত সূত্রে জানা যায়, গেন্ডারিয়া থানা বিএনপির সভাপতি ও ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল ইসলাম খান টিপু এবং সাধারণ সম্পাদক ও ৪৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদির আত্মসমর্পণ করে জামিন চাইলে তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়। 

ওই আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল আজকের পত্রিকাকে জানান, দুজনই হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর হাইকোর্টের আদেশ অনুযায়ী তাঁরা আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৯ নভেম্বর আসামিরা রাজধানীর গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকায় লাঠি-সোঁটা নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা করেন। এ সময় ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটান আসামিরা। 

এ ঘটনায় গেন্ডারিয়া থানা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান বাদী হয়ে মামলা করেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট