হোম > সারা দেশ > টাঙ্গাইল

মধুপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু 

মধুপুর প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের মমিনপুর এলাকায় বৃহস্পতিবার সকালে ইয়াসমিন (১৯) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। কে বা কারা তাকে খুন করেছেন তা এখনো জানা যায়নি। তবে ইয়াসমিনের খুনের সন্দেহে তাঁর স্বামী নুরুন্নবীকে আটক করেছে পুলিশ। 

মেয়ের চাচা জুলহাস উদ্দিন জানান, কুড়াগাছা ইউনিয়নের ধরাটি গ্রামের হাসু মিয়ার ছেলে নুরুন্নবীর সঙ্গে পারিবারিকভাবে ইয়াসমিনের বিয়ে হয়। মেয়ে শ্যামলা ও খাটো হওয়ায় বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন তাঁকে নানাভাবে নির্যাতন করত। 

গত এক বছর আগে ইয়াসমিনের একটি ছেলে সন্তান হওয়ায় পর থেকে তাঁর এই অশান্তি দূর হয়। তারপর থেকে আর কখনো ঝগড়ার খবর পাইনি আমরা। আজ বেলা এগারোটার দিকে লোকমুখে সংবাদ পাই কে বা কারা তাঁকে ধরাটি টানপাহাড় এলাকায় জলপাই গাছের নিচে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রেখেছে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ইয়াসমিনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ইয়াসমিনের শাশুড়ি নূরজাহান বেগম জানান, আমাদের সঙ্গে ইয়াসমিনের কখনো কোনো মনোমালিন্য হয়নি। আমাদের নতুন বাড়িতে কাজ চলছে। আমি সেখানে ছিলাম। ছেলের বউ একাই বাড়িতে ছিল। কখন কীভাবে কেন এমন ঘটনা ঘটল আমি তা কিছুই জানি না। 

এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন ও দ্বিতীয় কর্মকর্তা আব্বাস উদ্দিনের নেতৃত্বে একটি তদন্ত দল খুনের রহস্য উদ্‌ঘাটনে মাঠে নেমেছেন। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট