হোম > সারা দেশ > টাঙ্গাইল

মধুপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু 

মধুপুর প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের মমিনপুর এলাকায় বৃহস্পতিবার সকালে ইয়াসমিন (১৯) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। কে বা কারা তাকে খুন করেছেন তা এখনো জানা যায়নি। তবে ইয়াসমিনের খুনের সন্দেহে তাঁর স্বামী নুরুন্নবীকে আটক করেছে পুলিশ। 

মেয়ের চাচা জুলহাস উদ্দিন জানান, কুড়াগাছা ইউনিয়নের ধরাটি গ্রামের হাসু মিয়ার ছেলে নুরুন্নবীর সঙ্গে পারিবারিকভাবে ইয়াসমিনের বিয়ে হয়। মেয়ে শ্যামলা ও খাটো হওয়ায় বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন তাঁকে নানাভাবে নির্যাতন করত। 

গত এক বছর আগে ইয়াসমিনের একটি ছেলে সন্তান হওয়ায় পর থেকে তাঁর এই অশান্তি দূর হয়। তারপর থেকে আর কখনো ঝগড়ার খবর পাইনি আমরা। আজ বেলা এগারোটার দিকে লোকমুখে সংবাদ পাই কে বা কারা তাঁকে ধরাটি টানপাহাড় এলাকায় জলপাই গাছের নিচে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রেখেছে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ইয়াসমিনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ইয়াসমিনের শাশুড়ি নূরজাহান বেগম জানান, আমাদের সঙ্গে ইয়াসমিনের কখনো কোনো মনোমালিন্য হয়নি। আমাদের নতুন বাড়িতে কাজ চলছে। আমি সেখানে ছিলাম। ছেলের বউ একাই বাড়িতে ছিল। কখন কীভাবে কেন এমন ঘটনা ঘটল আমি তা কিছুই জানি না। 

এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন ও দ্বিতীয় কর্মকর্তা আব্বাস উদ্দিনের নেতৃত্বে একটি তদন্ত দল খুনের রহস্য উদ্‌ঘাটনে মাঠে নেমেছেন। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন