কালিহাতীতে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের বাইরে প্রতিদ্বন্দ্বিতা করায় উপজেলা আওয়ামী লীগ ৪ জনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছেন। আজ শুক্রবার রাতে স্থানীয় জয়বাংলা ভবনে উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা শেষে দপ্তর সম্পাদক মো. আব্দুল কাদের মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন-নারান্দিয়া ইউনিয়ন আ. লীগের উপদেষ্টা ও সাবেক সহসভাপতি মো. সাদেক আলী তালুকদার, নাগবাড়ী ইউনিয়নে উপজেলা আ. লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন, দুর্গাপুর ইউনিয়ন আ. লীগের সহসভাপতি মো. সিরাজুল ইসলাম ও দশকিয়া ইউনিয়নে উপজেলা আ. লীগের সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম।
এ বিষয়ে দপ্তর সম্পাদক বলেন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যারা যারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করেন তাঁদের তালিকা দিতে দশটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের বলা হয়েছে। এ তালিকা তৈরি করে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে জেলার মাধ্যমে কেন্দ্রে পাঠানো হবে।