রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৫২) নামের এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (১১ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত আনোয়ারের বাড়ি ফেনী জেলার পরশুরামপুর উপজেলার সোবার বাজার গ্রামে। বাবার নাম মীর হোসেন।
যাত্রাবাড়ী থানার এসআই মনির হোসেন জানান, ভোরে ৯৯৯ থেকে পাওয়া তথ্যে জানা যায়, এক ব্যক্তি কাজলা হানিফ ফ্লাইওভারের ঢালে মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন। পরে ঘটনাস্থালে গিয়ে ওই ব্যক্তিকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখানে একটি মোটরসাইকেলও পড়ে ছিল।
এসআই আরও জানান, মৃত আনোয়ারের বাসা ডেমরার সারুলিয়া এলাকায়। তিনি একজন কিডনি রোগী। ডেমরার বাসা থেকে মোটরসাইকেলে করে গণস্বাস্থ্য হাসপাতালে যাচ্ছিলেন ডায়ালইসিসের জন্য। রাস্তায় অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।