সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ট্রাকভর্তি ৯ টন অপরিপক্ব গোবিন্দভোগ আম জব্দ করেছে পুলিশ। পরে তা ট্রাকের চাকায় পিষে নষ্ট করে প্রশাসন।
আজ বৃহস্পতিবার সকালে শহরের বাইপাস সড়ক এলাকা থেকে ওই আমগুলো জব্দ করে পুলিশ। এরপর বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশের নির্দেশে তা শহরের সুলতানপুর পি এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ট্রাকের চাকায় ফেলে বিনষ্ট করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ জানান, সাতক্ষীরার কালীগঞ্জ থেকে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ট্রাকভর্তি আম রাজধানী ঢাকায় পাঠানোর খবর আসে সদর থানা-পুলিশের কাছে। পরে তারা অভিযান চালিয়ে ৯ টন গোবিন্দভোগ আম জব্দ করে।