হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ডুবে যাওয়া ফেরি থেকে আরও তিন গাড়ি উদ্ধার

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় উদ্ধার কাজে নিয়োজিত বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সাহায্যে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আরও দুটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। গত তিন দিনে ১২টি ট্রাক-কাভার্ডভ্যানসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়। এখনো দুটি ট্রাকসহ তিনটি মোটরসাইকেল নদীতে নিমজ্জিত রয়েছে। 

একটি মাত্র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ডুবুরি দল, কোস্ট গার্ড, নৌপুলিশ, নৌবাহিনী ও বিআইডব্লিউটিএর উদ্ধারকর্মীরা। 

এদিকে গত তিন দিনে উদ্ধার কাজে সহায়তার জন্য ‘প্রত্যয়’ নামক আরও একটি উদ্ধারকারী জাহাজের আসার কথা বলা হলেও সেটির চলার পথে পর্যাপ্ত নাব্যতা না থাকায় তা ঘটনাস্থলে আসছে না বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। তবে মুন্সিগঞ্জ থেকে রুস্তম নামক উদ্ধারকারী জাহাজ এ কাজে যোগ দেবে বলে তিনি জানান। 

ঘটনার তিন দিন পর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসা বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক জানান, ফেরিটি উদ্ধার করতে সরকারিভাবে সম্ভব না হলে বেসরকারি সংস্থার সাহায্য নেওয়া হবে। ফেরি উদ্ধারের আগে ডুবে যাওয়া যানবাহনগুলো আগে উদ্ধারের জোর চেষ্টা চলছে। 

উদ্ধার অভিযানের প্রধান বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. ফজলুর রহমান বলেন, ডুবে থাকা ফেরির মধ্যে সকল যানবাহন শনাক্ত করা হয়েছে। উদ্ধার তৎপরতার ৩য় দিন শুক্রবার আরও দুটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়। পলির কারণে উদ্ধার কাজে কিছুটা ব্যাঘাত ঘটলেও আগামী শনিবারের মধ্যে বাকি যানবাহনগুলো উদ্ধারের জোর চেষ্টা চলছে। 

উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরি ঘাটে তিন তলা বিশিষ্ট রো-রো ফেরি শাহ্-আমানত আকস্মিকভাবে নদীতে হেলে পড়ে ডুবে যায়। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫