হোম > সারা দেশ > ঢাকা

চিত্রনায়িকা ববির সঙ্গে প্রতারণার মামলায় দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক ঢাকা

চিত্রনায়িকা ইয়াসমিন হক ববির সঙ্গে প্রতারণার মামলায় আমান উল্লাহ আমান ও ইনতাকাবুল আলম নামে দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ পরোয়ানা জারির নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী আনিসুজ্জামান বলেন, গত ১৬ মে ববির ব্যবসায়িক অংশীদার আবুল বাশার দুই জনের বিরুদ্ধে আদালতে মামলাটি করেন। আদালত মামলাটি গ্রহণ করে দুই আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেন। কিন্তু আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গুলশানের ওয়াইএন সেন্টার ভবনের একটি রেস্তোরাঁর অংশ ক্রয় বাবদ চুক্তিমতো আমানকে ৫৫ লাখ টাকা দেওয়ার কথা ছিল। ববি ও বাশার প্রথমে ১৫ লাখ, পরে ১০ লাখ টাকা নগদ দেন। আমান জামানত হিসেবে সমপরিমাণ অর্থের দুটি চেক দেন। কিন্তু দুটি চেকই ব্যাংক থেকে ডিজঅনার হয়। পরে ওই টাকা ফেরত দেওয়া হয় না। রেস্তোরাঁয় ববি ও বাশারকে ঢুকতেও দেওয়া হয়নি।

এর আগে রেস্তোরাঁর মালিকানা নিয়ে গত ২৩ জুন দুপুরে রাজধানীর গুলশান থানায় ওয়াইএন সেন্টারের এজিএম মুহাম্মাদ সাকিব উদ্দোজা বাদী হয়ে ববি ও আবুল বাশারের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, জোর করে রেস্তোরাঁ দখল করতে গিয়ে সেখানে ভাঙচুর করেন ববি, আবুল বাশার ও তাঁর লোকজন। বাদিকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টাও করা হয়। এক লাখ টাকা ছিনিয়ে নেন ববি ও আবুল বাশার।

এরপর ২৫ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন ববি ও আবুল বাশার।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক