হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে পুকুরে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

টাঙ্গাইল ও ঘাটাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে পুকুরে গোসলে নেমে নুর ইসলাম (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কলেজছাত্র ঘাটাইল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী। তিনি ঘাটাইল উপজেলার গারোবাজার নতুন বাজার গ্রামের আ. ছামাদের ছেলে। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, নুর ইসলামসহ পাঁচ বন্ধু ছাত্রাবাসের পাশের পুকুরে গোসল করতে যায়। পুকুরে সাঁতরে এপার থেকে ওপার যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের চেষ্টায় পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। 

ঘাটাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুজন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। পুকুরে ডুবুরি দল নামার মুহূর্তে মরদেহের সন্ধান পায় স্থানীয়রা। পরে লাশটি পুকুর থেকে উদ্ধার করি।’ 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাঁতার কেটে পুকুরের এপার হতে ওপারে যাওয়ার সময় মাঝখানে ডুবে যায় নূর ইসলাম যা অন্য বন্ধুরা টের পায়নি। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ