হোম > সারা দেশ > ঢাকা

ওটিটি প্ল্যাটফর্মের খসড়া প্রবিধান মানবাধিকারের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক: এইচআরএফবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্ম ২০২১–এর খসড়া প্রবিধানটি মানবাধিকারের মূলনীতি এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারসংক্রান্ত আন্তর্জাতিক সনদের সঙ্গে সাংঘর্ষিক। এই প্রবিধান সম্পর্কে এমন মত দিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। 

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন মত তুলে ধরেছে এইচআরএফবি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ প্রবিধান তৈরি করেছে। 

বিবৃতিতে সামাজিক ও ডিজিটাল যোগাযোগমাধ্যম এবং ওটিটি প্ল্যাটফর্ম যথাযথভাবে ব্যবস্থাপনার জন্য কর্তৃপক্ষের এ উদ্যোগকে স্বাগত জানানো হয়। তবে বলা হয়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন, ২০১৩ এবং পরবর্তী সময়ে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর নানা ধরনের অপপ্রয়োগ গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্র সংকুচিত করেছে। 

এই সব পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফোরাম বলেছে, এমন প্রবিধান প্রণয়নের আগে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে পর্যাপ্ত উন্মুক্ত আলোচনা ও সতর্ক পর্যালোচনার প্রয়োজন। নয়তো ভালো উদ্দেশ্য নিয়ে প্রবিধানটি করা হলেও তার নানা ফাঁকফোকরের কারণে এর অপব্যবহারের আশঙ্কা থাকবে। 

বিবৃতিতে জানানো হয়, বিটিআরসির দায়িত্ব হলো কমপ্লায়েন্স তদারকি করা, আইন বা নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না দেখা। এই নীতিমালায় ব্যবহৃত অনেক শব্দ ও বাক্যাংশ সংজ্ঞায়িত করা হয়নি। তাই তা যেমন অপপ্রয়োগের সুযোগ সৃষ্টি করবে, পাশাপাশি অস্পষ্টতার সুযোগ রয়ে যাবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টিকারী উপকরণ, সাম্প্রদায়িকতা, দেশীয় সংস্কৃতি, সামাজিক মূল্যবোধসহ অন্যান্য প্রয়োজনীয় সব শব্দ ও বাক্যাংশের সুস্পষ্ট সংজ্ঞা থাকা প্রয়োজন। একই সঙ্গে ব্যতিক্রমগুলো এবং যেসব ক্ষেত্রে সংজ্ঞায়িত করা সম্ভব নয়, সেসব ক্ষেত্রে ব্যাখ্যার মাধ্যমে বিধানটি সর্বসাধারণের জন্য সহজবোধ্য করা প্রয়োজন। 

বিবৃতিতে আরও বলা হয়, এ প্রবিধানের অধিকাংশ বিধানই সংবিধান, মানবাধিকারের মূলনীতি এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারসংক্রান্ত আন্তর্জাতিক সনদের সঙ্গে সাংঘর্ষিক।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট