হোম > সারা দেশ > ঢাকা

ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী খসরুর 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন ঢাকা-১৮ আসনের কেটলি মার্কার স্বতন্ত্র প্রার্থী মো. খসরু চৌধুরী। দক্ষিণখানের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের আজ রোববার সকাল ৯টায় ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি। 

খসরু চৌধুরী বলেন, ‘এখানে দেখলাম, আলহামদুলিল্লাহ পরিবেশ ভালো আছে। এখনো ভোটারদের প্রেশার হয়নি। মনে হচ্ছে আধা ঘণ্টা, এক ঘণ্টা পরেই ভোটারদের প্রেশার শুরু হবে।’ এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘শেরেবাংলা আইডিয়াল স্কুলে আমার এজেন্টদের বের করে দিয়েছে ও খুব বকাঝকা করেছে ট্রাক মার্কার লোকজন। এখন আমরা চেষ্টা করছি তাদের ভেতরে ঢোকানোর জন্য। আশা করতেছি তাঁরা ঢুকতে পারবে।’ 

খসরু আরও বলেন, ‘বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। ইতিমধ্যে প্রিসাইডিং অফিসারের সঙ্গেও কথা হয়েছে। তারপরও যদি এ রকম করে তাহলে সেন্টারটি কী করা যায় সেটা নিয়েও চিন্তাভাবনা করা হবে।’ ফলাফল যাই হোক, মেনে নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এজেন্ট বের করে দেওয়ার মতো যদি এমন ঘটনা ঘটে তাহলে তো মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। যদি সব ঠিকঠাক থাকে তাহলে ডেফিনেটলি মেনে নেব।’ 

জয়ের ব্যাপারে কতটা আশাবাদী জানতে চাইলে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত ইনশা আল্লাহ আমাদের বিজয় হবে।’ 

উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরখানের পরিবেশ সুষ্ঠু-সুন্দর রয়েছে। কোথাও কোনো ধরনের ঝামেলার খবর আমরা পাই নাই। আলহামদুলিল্লাহ পরিবেশ পরিস্থিতি ভালো আছে।’ 

উত্তরখান ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দায়িত্বে ডিবির পুলিশ পরিদর্শক এম মোর্শেদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরখানের সকল কেন্দ্রেই নির্বাচনের ব্যালট বক্স, ব্যালট পৌঁছেছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন