হোম > সারা দেশ > ঢাকা

কালো মুরগি পালনের বিষয়ে প্রচারের পরামর্শ দিলেন সিনিয়র সচিব

আজকের পত্রিকা ডেস্ক­

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রণালয়ের প্রচার সেল খ্যাত মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর পরিদর্শন করেন সিনিয়র সচিব এম এ আকমল হোসেন। ছবি: আজকের পত্রিকা

গয়াল, গাড়ল ও কালো মুরগি লালন-পালন বিষয়ে প্রচার-প্রচারণার পরামর্শ দিয়েছেন সিনিয়র সচিব এম এ আকমল হোসেন। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রণালয়ের প্রচার সেল খ্যাত মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর পরিদর্শন শেষে এসব নির্দেশনা দেন তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের পাশাপাশি মন্ত্রণালয় ও এর অধীন সকল দপ্তর সংস্থার প্রচারণার কাজকে তথ্য দপ্তরের মাধ্যমে প্রচার করার উদ্যোগ গ্রহণের কথা জানিয়ে সিনিয়র সচিব এম এ আকমল হোসেন বলেন, ব্যতিক্রমী গবাদি পশুপাখি যেমন, গয়াল, গাড়ল ও কালো মুরগি লালন-পালন বিষয়ে প্রচার-প্রচারণা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন।

তিনি দিকনির্দেশনায় আরও বলেন, তথ্য দপ্তরের লাইব্রেরিতে ৬৪ জেলার তথ্য সমৃদ্ধ বইসহ অন্যান্য প্রয়োজনীয় বই সংরক্ষণ করার জন্য। তা ছাড়াও তথ্য দপ্তরের শূন্য পদ পূরণ করার নিমিত্ত নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করার নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক উম্মে হাবিবা, তথ্য কর্মকর্তা (প্রাণিসম্পদ) ডা. মো. এনামুল কবির, সিনিয়র সচিবের একান্ত সচিব, তথ্য কর্মকর্তা (মৎস্য) মাহবুবা খানম প্রমুখ।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন