হোম > সারা দেশ > ঢাকা

কালো মুরগি পালনের বিষয়ে প্রচারের পরামর্শ দিলেন সিনিয়র সচিব

আজকের পত্রিকা ডেস্ক­

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রণালয়ের প্রচার সেল খ্যাত মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর পরিদর্শন করেন সিনিয়র সচিব এম এ আকমল হোসেন। ছবি: আজকের পত্রিকা

গয়াল, গাড়ল ও কালো মুরগি লালন-পালন বিষয়ে প্রচার-প্রচারণার পরামর্শ দিয়েছেন সিনিয়র সচিব এম এ আকমল হোসেন। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রণালয়ের প্রচার সেল খ্যাত মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর পরিদর্শন শেষে এসব নির্দেশনা দেন তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের পাশাপাশি মন্ত্রণালয় ও এর অধীন সকল দপ্তর সংস্থার প্রচারণার কাজকে তথ্য দপ্তরের মাধ্যমে প্রচার করার উদ্যোগ গ্রহণের কথা জানিয়ে সিনিয়র সচিব এম এ আকমল হোসেন বলেন, ব্যতিক্রমী গবাদি পশুপাখি যেমন, গয়াল, গাড়ল ও কালো মুরগি লালন-পালন বিষয়ে প্রচার-প্রচারণা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন।

তিনি দিকনির্দেশনায় আরও বলেন, তথ্য দপ্তরের লাইব্রেরিতে ৬৪ জেলার তথ্য সমৃদ্ধ বইসহ অন্যান্য প্রয়োজনীয় বই সংরক্ষণ করার জন্য। তা ছাড়াও তথ্য দপ্তরের শূন্য পদ পূরণ করার নিমিত্ত নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করার নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক উম্মে হাবিবা, তথ্য কর্মকর্তা (প্রাণিসম্পদ) ডা. মো. এনামুল কবির, সিনিয়র সচিবের একান্ত সচিব, তথ্য কর্মকর্তা (মৎস্য) মাহবুবা খানম প্রমুখ।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট