হোম > সারা দেশ > ঢাকা

কাফরুলে সড়ক দুর্ঘটনায় নিহত ২ যুবকের পরিচয় মিলেছে

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর কাফরুল থানার বিজয় সরণি এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তিরা হলেন সাজ্জাদ হোসেন (২০) ও তাঁর বন্ধু ফাহিম (২৭)।

আজ রোববার (২৯ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাজ্জাদের মরদেহ শনাক্ত করেন স্বজনেরা।

হাসপাতালে সাজ্জাদের মামা বিল্লাল হোসেন জানান, সাজ্জাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায়। দুই ভাই এক বোনের মধ্যে সাজ্জাদ ছিল ছোট। সে বেকার ছিল। সাজ্জাদের বন্ধু ফাহিমের বাড়ি ফেনী জেলায়। ফাহিম কয়েক দিন আগে ফেনী থেকে সাজ্জাদের বাড়িতে আসে।

বিল্লাল হোসেন আরও বলেন, ‘গতকাল রাতে সাজ্জাদ নিজের মোটরসাইকেলে ফাহিমকে নিয়ে ঘুরতে বের হয়। সকালে পুলিশের মাধ্যমে খবর পাই সাজ্জাদ ও ফাহিম বিজয় সরণি এলাকায় মাইক্রোবাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে।’

এর আগে শনিবার দিবাগত রাত ৩টার দিকে বিজয় সরণি মোড়ে মোটরসাইকেল ও মাইক্রোবাস সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়। তাঁদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌস বাদল বলেন, ‘রাতে ৯৯৯-এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে মুমূর্ষু অবস্থায় পাই। তাদের একজনকে ঢাকা মেডিকেলে এবং অপরজনকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।’

জান্নাতুল ফেরদৌস বাদল আরও বলেন, ‘জানতে পেরেছি ওই দুজন একটি মোটরসাইকেলে ছিল। তাদের মাথায় কোনো হেলমেট ছিল না। দুজনের পরনে হাফপ্যান্ট ও গেঞ্জি ছিল। একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মারা যায় দুজন। ঘটনাটি কাফরুল থানা এলাকায় পড়েছে। পরবর্তী ব্যবস্থা কাফরুল থানা নেবে। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও মাইক্রোবাস কাফরুল থানার কাছে হস্তান্তর করা হয়েছে।’

এদিকে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ