হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ধামরাইয়ে গুলিবিদ্ধ কলেজ শিক্ষার্থীর সাভারে মৃত্যু

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত হয়ে এনাম মেডিকেলে চিকিৎসাধীন ছিল কলেজপড়ুয়া আফিকুল ইসলাম সাদ। তিন দিন পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে সে। 

আজ মাগরিব নামাজের পর দড়গ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা শফিকুল ইসলাম। 

আফিকুল (১৭) সাদ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম গ্রামের শফিকুল ইসলামের বড় ছেলে। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। 

নিহতের বাবা শফিকুল ইসলাম বলেন, ‘আমার দুই ছেলের মধ্যে সাদ বড়। ও লেখাপড়া করে ডাক্তার হবে সেই আশায় ভালো কলেজে ভর্তি করেছিলাম। কিন্তু আমার সব আশা শেষ হয়ে গেল। গত ৫ আগস্ট ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজের সামনে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে গুরুতর আহত হয় সাদ। পরে তাকে এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৭টার দিকে না ফেরার দেশে চলে যায়।’ 
 
সাদের মরদেহ প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, পরে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে, এরপর ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে ও সবশেষ তার নিজ গ্রাম মানিকগঞ্জের সাটুরিয়ার দড়গ্রামে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা করে দাফন সম্পন্ন হয়।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’