হোম > সারা দেশ > ঢাকা

খাবার বেড়ে দেওয়া নিয়ে স্ত্রীর ‘আত্মহত্যার’ ঘটনায় স্বামী কারাগারে 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগে গতকাল সোমবার এক গৃহবধূর মরদেহ উদ্ধারের পর তাঁর স্বামীকে আটক করে পুলিশ। পরে নিহতের বাবার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

নিহত গৃহবধূর নাম মোছা. সোনিয়া বেগম (২৬)। তাঁর স্বামীর নাম মিলন শেখ ওরফে এমদাদ উল্লাহ্। গতকাল তুরাগের বাউনিয়া পূর্বপাড়ার মোহাম্মদ উল্লাহর ২৫ নম্বর ভাড়া বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

আজ মঙ্গলবার সকালে মিলনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠায় তুরাগ থানা-পুলিশ। শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

নিহত গৃহবধূ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নগরকান্দা গ্রামের মো. শাহজাহানের মেয়ে। বাউনিয়ার ওই বাড়িতে স্বামীর সঙ্গে বসবাস করতেন। 

এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে কাজ শেষে বাসায় ফেরার পর মিলন শেখকে ভাত বেড়ে দেয়নি তাঁর স্ত্রী সোনিয়া। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। পরে স্বামী–স্ত্রী দুজনই না খেয়ে ঘুমিয়ে পড়েন। রাতের বিষয় নিয়ে তাঁদের মধ্যে সকালেও ঝগড়া হয়।’ 

তিনি আরও বলেন, ‘ওই ঘটনাকে কেন্দ্র করে সোনিয়া রুমের দরজা লাগিয়ে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তুরাগ থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা করেন নিহতের বাবা মো. শাহজাহান। ওই মামলায় মিলনকে গ্রেপ্তার করা হয়েছে।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক